জামালপুরের সরিষাবাড়িতে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ সেপ্টেম্বর শনিবার জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বদরুল হাসানের পরিচালনায় সভায় সভাপতিত্ব ও প্রধান অতিথির আসন অলংকৃত করে এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি ।
এসময় আরো উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের সাবেক উপপরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, পৌর মেয়র মনির উদ্দিন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর, স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকগণ, স্বাস্থ্য কমিটির সদস্যগণসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। সভায় হাসপাতালের ৩য় ও ৪র্থ শ্রেনীর কর্মচারী সংকট,ভবণ সম্প্রসারন, এক্সরে ও আলট্রাসোনোগ্রাম যন্ত্র , এম্বুলেন্স এবং অন্যান্য হাসপাতালে রোগীদের বেড বাড়ানোর উপর আলোচনা করা হয়। এসময় সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন হাসপাতালের ডাক্তারদের সৌজন্য বোধ, রোগীদের সাথে আচরন, হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতা , দায়িত্ব বোধ নিয়ে তীব্র সমালোচনা করেন বক্তারা। তারা উক্ত হাসপাতাল কর্তৃপক্ষকে রোগীদের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-প্রতিনিধি,সরিষাবাড়ী,জামালপুর
Leave a Reply