প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতের হাত ধরে জনপ্রিয়তার শীর্ষে ওঠা কণ্ঠশিল্পী আকবর এখন মৃত্যুশয্যায়। দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। পায়ে পচন ধরায় কেটে ফেলা হতে পারে তার একটি পা।
খুলনার পাইকগাছায় জন্ম নেয়া আকবর বেড়ে ওঠেন যশোরে। রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন আর সখের বশে গান গাইতেন। অনেকটা কিশোর কুমারের মতো কণ্ঠ হওয়ায় যশোর শহরে তার বেশ কদর ছিল। বিভিন্ন অনুষ্ঠানে গান করার আমন্ত্রণ পেতেন মাঝে মাঝে। ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান শুনে বাগেরহাটের এক ব্যক্তি জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে আকবরকে নিয়ে একটি চিঠি লেখেন । এরপর ইত্যাদি কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে এবং সেই বছরই ইত্যাদিতে প্রচার করা হয় তার একদিন পাখি উড়ে যাবে গানটি। এ গানটি দিয়ে দেশবাসীর কাছে পরিচিতি পেয়ে যান যশোরের আকবর আলী গাজি তথা আকবর। তারপর ইত্যাদিরই আরেকটি পর্বে আকবর গাইলেন তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে গানটি। এ গানে তার সাথে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা। সেই গান প্রচারের পর রাতারাতি তারকার বনে যান আকবর। তারপর একে একে বেশ কিছু অ্যালবামে গান করেন তিনি। স্টেশ শো-এ বাড়তে থাকে ব্যাস্ততা। জীবনের মোড় ঘুড়ে যায় তার। পুরনো পেশা রিকশা চালনা বাদ দিয়ে হয়ে উঠেন ব্যস্ত শিল্পী। শিল্পী জীবন ভালোই কাটাচ্ছিলেন আকবর। কিন্তু সে সুখ তার বেশিদিন সইলো না। বেশ কয়েকবছর ধরেই বিভিন্ন জটিল রোগে ভুগছেন এই কণ্ঠশিল্পী। বর্তমানে দুটি কিডনিই নষ্ট হয়ে গেছে তার। আর কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে জমে গেছে পানি। ডান পায়ে ধরেছে পচন। ডাক্তাররা বলছেন ডান পাটি নষ্ট হয়ে গেছে আকবরের। ফলে যে কোনো সময় কেটে ফেলা হতে পারে তার ডান পা। শিল্পী আকবরের মেয়ে অথৈ এবং স্ত্রী কানিজ ফাতিমা ডাক্তারের বরাত দিয়ে এসব তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে মারাত্মক অসুস্থ অবস্থায় রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। ২০১৯ সালে এই শিল্পীর চিকিৎসার জন্য ২২ লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে পরিচিতি দেওয়া বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব হানিফ সংকেতও তার চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়েছেন। তবে এই মুহূর্তে দুটি কিডনি নষ্ট আর ডান পায়ে পচন ধরার পর বেঁচে থাকা নিয়েই শংশয় দেখা দিয়েছে কণ্ঠশিল্পী আকবরের। সূত্র : বাংলা নিউজ
Leave a Reply