জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দুই ইটভাটাকে ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। সোমবার দুপুরে উপজেলার মু ইউনিয়নের কুটুরিয়া এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) উপমা ফারিসা। পুলিশ ও ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় দায়ে উপজেলার ভাটারা ইউনিয়নের কুটুরিয়া এলাকার তানিম ইটভাটাকে ২০ হাজার টাকা ও ঝুমুর ইটভাটাকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অপর দিকে কুটুরিয়ার আব্দুল কাদেরের স-মিলের ছাড়পত্র না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)উপমা ফারিসা জানান পরিবেশ রক্ষা ও জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃআব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply