১৯ বছর পর বাংলাদেশ ফুটবলে বড় কোনো প্রাপ্তি যোগ হলো নারী ফুটবলারদের মাধ্যমে। নেপালের মাটিতে ফাইনালে নেপালকেই হারিয়ে বুধবার দুপুরে ট্রফি নিয়েই দেশে ফিরেছেন বিজয়ী নারীরা। তাদের এ সফলতায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে ঘোষণা করলো ৫০ লাখ টাকা পুরস্কার। বিমানবন্দর থেকে বিজয়ী নারী ফুটবলারদের ছাদ খোলা বাসে করে বাফুফের দিকে রওনা হয় রাজধানীর বিভিন্ন পথ ঘুরে বাফুফে নিয়ে আসা হয় সাবিনা কৃষ্ণাদের। তাদের বরণ করতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন মোঃ জাহিদ আহসান রাসেল এমপিসহ বাফুফের অন্যান্য নেতৃত্বস্থানীয় সদস্যরা। এর আগে বাংলাদেশ নারী ফুটবল দলকে বহনকারী বিমানটি পৌনে দুইটায় বিমান বন্দরে অবতরণ করে। এদিকে চাম্পিয়ন নারীদের বরণ করতে বিমানবন্দর সড়ক সহ রাজধানীর বিভিন্ন সড়কে অবস্থান করে হাজার হাজার ফুটবলপ্রেমী। সূত্র : বাংলাদেশ প্রতিদিন।
Leave a Reply