জামালপুর জেলার সরিষাবাড়ীতে দুই সমকামী কিশোরী সহ ৪ তরুনীকে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।
বুধবার দুপুরে উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাটবাড়ী এলাকার দুদু মিয়ার বাড়ী থেকে দুই সমকামী তরণী সহ ৪ জন কে উদ্ধার করেছে পুলিশ। সমকামিতার বিয়ের কথা এলাকায় ছডিয়ে পড়লে হাজারো নর-নারী ভীড় জমায়।
উদ্ধার হওয়া দুই সমকামী কিশোরী হলেন, আরিয়ান ইসলাম আয়ান (মীম আক্তার) (১৯)। সে টাঙ্গাইল জেলার ধনবাডী উপজেলার পাচনখালী গ্রামের মোঃ রয়েছ উদ্দিন এর মেয়ে এবং সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠির হাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্রী। অপরজন সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নের হাট বাডী গ্রামের দুদু মিয়ার ৯ম শ্রেনি পড়ুয়া মেয়ে মিম আক্তার (১৬ )। এই দুই সমকামি একে অপরকে ভালবেসে গোপনে ২০২১ সালের ১১ ডিসেম্বর একটি বিবাহের চুক্তিনামা করেন। এ ছাড়াও মৌলভী দ্বারা একে অপরকে স্বামী-স্ত্রী হিসেবে গ্রহন করে চলাচল করে আসছিল। চলতি মাসের ১৬ সেপ্টেম্বর স্কুলে যাওয়ার নাম করে ৯ম শ্রেনীর শিক্ষার্থী মীম আক্তার বাড়ী না ফিরে তার ভালবাসার বান্ধবী আরিয়ান ইসলাম আয়ান (মীম আক্তার) এর সাথে অন্যত্র চলে যায়। পরে মোবাইল ফোনের মাধ্যেমে দুই সমকামির সাথে যোগাযোগ করলে তাদের বিয়ে মেনে নেয়ার শর্ত আরোপ করে। ওই শর্ত মেনে নেয়া হবে জানিয়ে দুই তরুণীর অবস্থান নিশ্চিত হওয়ার পর রাজধানীর মহাখালীর একটি হোটেল থেকে দুই বান্ধবীসহ তাদেরকে সরিষাবাড়ীতে আনা হয়। তাদের সাথে থাকা দুই তরুনী রাজধানীর পুরান ঢাকার ১১নম্বর রোডের রফিক মিয়ার মেয়ে আয়াত (১৯) ও একই এলাকার হাবিবুর রহমান এর মেয়ে রাফিন ইসলাম(১৯)। তারা দু’জনেই ঢাকাস্থ সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডে কর্মরত বলে দাবি করেন।
উদ্ধার হওয়া দুই কিশোরী চলতি বছরের ১৬ সেপ্টেম্বর নিখোঁজ হন। এ ঘটনায় মীম আক্তার (১৯) কে সহ তিনজনকে আসামি করে সরিষাবাড়ী থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন মীম আক্তার এর মাতা রুবি আক্তার। ঘটনার সত্যতা নিশ্চিত করে উদ্ধার হওয়া মীম আক্তারের পিতা দুদু মিয়া বলেন, চলতি মাসের ১৬ সেপ্টেম্বর আমার মেয়েসহ বান্ধবী মীম আক্তার নিখোঁজ ছিল। পরে তাদের সাথে মোবাইলের মাধ্যেমে সন্ধান নিশ্চিত হন। পরে দুই তরুণীর অবস্থান রাজধানীর মহাখালী এলাকার একটি হোটেল থেকে তাদের বিয়ে মেনে নেওয়ার শর্তে বাড়ীতে নিয়ে আসি।
সমকামি দুই তরুণী জানান তারা দু’জনে স্বেচ্ছায় পালিয়ে যান। কেউ কাউকে জোর করে নিয়ে যায়নি। তারা আরো জানান, আমরা দুজনে স্বামী-স্ত্রী হিসেবে মেনে নিয়েছি। আমাদেরকে কেউ আলাদা করে রাখতে পারবে না। তারা দুজনে আলাদা থাকতে পারবে না বলেও স্থানীয় গ্রাম্য সালীশের জিজ্ঞাসাবাদে মত প্রকাশ করেন।
ডোয়াইল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, দুই তরুণীর সমকামিতায় দুই নারীর সংসার এই প্রথম অবগত হলাম।৷ তারা কেও কাউকে ছাড়বে না। তাই তাদেরকে এলাকাবাসীর পক্ষ থেকে পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।তিনি আরও জানান দুই সমকামীর দুই বান্ধবীকেও পুলিশের নিকট সোর্পদ করা হয়েছে।
এ ঘটনায় সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর জানান, চার কিশোরীদের অভিভাবকদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ
সরিষাবাড়ী,জামালপুর
Leave a Reply