জামালপুর জেলার সরিষাবাড়ীতে বাংলাদেশ আওয়ামী লীগ সরিষাবাড়ী থানা শাখার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল গনি মিয়ার ৫০ তম মৃত্যুবার্ষিকীতে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় উপজেলা শিল্পকলা একাডেমিতে সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত সভায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ ডঃ মোঃ হারুন-অর-রশিদ,। স্মরণসভায় স্মৃতিচারণ করেন বি এল এর কমান্ডার ও আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ, লতিফ,সাবেক সচিব বীর মুক্তিযোদ্ধা মোঃ হযরত আলী, সাবেক উপাচার্য ডক্টর এ এইচ এম মোস্তাফিজুর রহমান,উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান,সরিষাবাড়ী পৌর মেয়র মনির উদ্দিন, মনির, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান শাহজাদা,উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ গনি, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ মোফাজ্জল হোসেন, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফুর রহমান, সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, পৌর- আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান হেলাল। উক্ত স্মরণসভায় ১মিনিট নীরবতা পালন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।
সরিষাবাড়ী থেকে- বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ।
Leave a Reply