নানা জল্পনা কল্পনা শেষে দীর্ঘ ৩০ বছর পর ঝিনাইদহ সদর উপজেলার ৮ নম্বর পাগলাকানা ইউনিয়নের গ্রাম গিলাবাড়ীয়া কেশেখালি সার্বজনীন কালি মন্দিরের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার বিকেলে এই কমিটি গঠন করা হয়। এর আগে দুপুর থেকেই হিন্দু মুসলিম বিভিন্ন দলের মাতব্বরসহ সাধারণ মানুষ উৎসবের সাথে হাজির হন কালি মন্দিরের সামনে। এসময় নতুন কমিটির নাম ঘোষণা করেন ৮ নম্বর পাগলাকানা ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ বিশ্বাসের প্রতিনিধি দল। , প্রতিনিধিরা হলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাসেম আলী, আকবার জোয়ার্দার, শামসুদ্দিন খান, আলী মন্ডল, রিপন বিশ্বাসসহ আরো অনেকে। এ সময় বিনা প্রতিদ্বন্দিতায় সভাপতি নির্বাচিত হন সঞ্জয় বিশ্বাস, সাধারণ সম্পাদক শ্রী রতন বিশ্বাস এবং সাংগঠনিক সম্পাদক তাপস কুমার বিশ্বাস। পরে নতুন কমিটিকে ধন্যবাদ জানান সাবেক কমিটির সভাপতি অমল কুমার। এদিকে নতুন কমিটির সভাপতি সঞ্জয় বিশ্বাস বিজয়ী হওয়ার পর তার বক্তব্যে তিনি তার সদস্যদের নিয়ে গ্রাম এবং মন্দির উন্নয়নে নিরলস কাজ করে যাবেন বলে জানান!
শাহিনুর আলম- ঝিনাইদহ থেকে
Leave a Reply