সিরাজগঞ্জের তাড়াশে নাসিমা খাতুন (২৩) নামের এক গৃহবধূকে জোর পুর্বক কীটনাশক পান করিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুড় বাড়ির লোকজনের বিরুদ্ধে।শনিবার ভোর রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের চক পাড়ায় এ ঘটনা ঘটে। হত্যার শিকার নাসিমা খাতুন একই ইউনিয়নের বেত্রাশিন গ্রামের ঝুড়ঝুড়ি চক পাড়ার সুমন হোসেনর স্ত্রী। স্থানীয়রা জানান, শনিবার ভোর রাতে গৃহবধু নাসিমা খাতুন কে ঝুরঝুড়ি গ্রামের একটি নির্জন পুকুর পাড়ে স্বামী ও পুর্ব থেকেই সেখানে অবস্থান করা তাঁর স্বামীর দুই স্বজন মিলে নাসিমাকে জোর পুর্বক কীটনাশক (গ্যাস ট্যাবলেট) খাওয়ায়। পরে নাসিমার চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে ঘাতক স্বামী সুমন স্ত্রীকে ফেলে রেখে পালিয়ে যায়। এ সময় গুরুত্বর অসুস্থ্য অবস্থায় নাসিমাকে উদ্ধার করে তার স্বামীর বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে শনিবার সকাল ১০ টার দিকে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম ঘটনাস্থল থেকে নাসিমা খাতুনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত নাসিমা খাতুনের শ্বশুড় সারোয়ার হোসেন ও শ্বাশুড়ী ফিরোজা খাতুনকেও থানায় নিয়ে আসা হয়। তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) নূরে আলম বিষয়টি নিশ্চিত করেছেন ।
মতিন সরকার- সিরাজগঞ্জ থেকে
Leave a Reply