1. admin@hrrasel.com : admin :
শনিবার, ০৩ জুন ২০২৩, ০৯:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে ব্যাপক উন্নয়নের চিত্র তুলে ধরে ডাঃ মুরাদ হাসান এমপির লিফলেট বিতরণ সরিষাবাড়ীতে উন্নয়নমূলক কর্মকান্ডের লিফলেট বিতরণ করলেন ডাঃ মুরাদ হাসান এমপি সরিষাবাড়ীতে “জৈব কৃষি ও জৈবিক বালাই দমন ব্যবস্থাপনা” প্রদর্শণী মাঠ দিবস অনুষ্ঠিত সরিষাবাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধুর মৃত্যু মাটিরাঙ্গায় জোন কমান্ডার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে মেয়াদ উত্তীর্ণ ইনজেকশন বিক্রির অভিযোগ সরিষাবাড়ীতে এনজিও কর্মকর্তার বিরুদ্ধে কিস্তি’র টাকা না পেয়ে টিভি ও ফ্রিজ নিয়ে যাওয়ার অভিযোগ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মডেল মসজিদ নির্মাণ বিশ্বের মাঝে এক যুগান্তকারী সাহসী উদ্যোগ- ডাঃমুরাদ হাসান এমপি যমুনা ফার্টিলাইজার কারখানার সিবিএ’র সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৩ জনকে শোকজ বীর মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রীকে লোহার রড দিয়ে মারধরে উদ্যতসহ হয়রানী’র অভিযোগ

বিশিষ্টজনদের প্রশংসায় ভাসছেন হাফেজ তাকরিম

  • প্রকাশিত : শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২

সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত ৪২তম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়েএবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন বিশ্বের ১১১টি দেশের ১৫৩ জন হাফেজ। এবার এ প্রতিযোগিতায় কিছুটা অসুস্থতা নিয়েই অংশগ্রহণ করেছিলেন টাঙ্গাইলের নাগরপুর থানার ভাদ্রা গ্রামের হাফেজ আবদুর রহমানের সন্তান হাফেজ সালেহ আহমাদ তাকরিম। তবে আল্লাহ রহমতে আর তার সুরেলা তিলাওয়াতের জাদু দিয়ে অসুস্থ্য হয়েও ১৫৩ জনের মধ্যেই তৃতীয় স্থান ছিনিয়ে আনে হাফেজ তাকরিম। পুরস্কার নিয়ে বৃহস্পতিবার গভীর রাতে তিনি দেশের বিমানবন্দরে অবতরণ করেন। আর এই গভীর রাতেই তাকে বরণ করে নিতে বিমানবন্দর এলাকায় ভীড় করেন হাজার হাজার মানুষ। ধর্মমন্ত্রণালয় এবং ইসলামী ফাউন্ডেশনের কর্মকর্তারাও উপস্থিত থেকে তাকে শুভেচ্ছা জানান। সেই থেকে প্রশংসার জোয়াড়ে ভাসছেন কুরআনের এই ছোট্ট কোকিল। প্রশংসা করতে পিছিয়ে নেই বিভিন্ন অঙ্গনের তারকা ও মিডিয়া ব্যক্তিত্বরাও।
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন মিজানুর রহমান আজহারী :
দেশের জন্য সাফল্য বয়ে আনায় বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানালেন বিশ্ষ্টি ইসলামী আলোচক ও প্রখ্যাত দাঈ মাওলানা মিজানুর রহমান আজহারি। বৃহস্পতিবার নিজের ভেরিফাইড ফেজবুক পেজে তিনি এ শুভেচ্ছা জানান। পোস্টে তিনি লেখেন, ‘সাবাস তাকরিম! দু’আ ও অভিনন্দন তোমায়। মাওলানা আজহারী আরো লিখেন ‘ওর তিলাওয়াতে একটা বিশেষ আবেদন আছে। রীতিমত মন ছুঁয়ে যায়। আমার ভালো লাগে খুব।’
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন শাইখ আহমাদুল্লাহ :
সৌদি আরবে আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করা বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমাদ তাকরিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেশের বিশিষ্ট আলেম ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ আহমাদুল্লাহ। তিনি বলেন, মক্কায় অনুষ্ঠিত ৪২তম কিং আবদুল আজীজ হিফজুল কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশের হাফেজ সালেহ আহমাদ তাকরীম ১১১ টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় স্থান অধিকার করায় তাকে ও তার শিক্ষক-অভিভাবকদের অভিনন্দন জানাই।
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন অধ্যাপক আনিসুল হক :
বাংলাদেশের জনপ্রিয় লেখক আনিসুল হক এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে শুভেচ্ছা জানিয়েছেন। শুক্রবার সকালে নিজের ফেসবুক পেজে তাকরিমকে নিয়ে প্রকাশিত প্রথম আলোর একটি নিউজের ছবি পোস্ট করেন তিনি। সেখানে ক্যাপশনে এই সাহিত্যিক লেখেন ‘অভিনন্দন, সালেহ আহমাদ তাকরিম।’
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন শিল্পী আসিফ আকবর :
শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকরিমের সফলতা কামনা করে আসিফ লিখেছেন, বহির্বিশ্ব থেকে দেশের জন্য বয়ে নিয়ে আনা প্রতিটি সম্মানই আমাদের গর্বের বিষয়। হাফেজ তাকরিম এবং তার সম্মানিত শিক্ষকদের জন্য অনেক ভালবাসা শুভেচ্ছা অভিনন্দন রইলো। তার উত্তরোত্তর সফলতা কামনা করি।
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন ক্রিকেটার মুশফিক :
হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এমন অর্জনে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিমও। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেছেন, ‘মা শা আল্লাহ, আলহামদুলিল্লাহ। ছোট্ট ভাই তোমাকে নিয়ে খুবই গর্বিত। দয়া করে তোমার প্রার্থনায় আমাদের রেখো।
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন মেহের আফরোজ শাওন :
তাকরিমকে সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানিয়েছেন বিশিষ্ট অভিনেত্রী ও কণ্ঠশিল্পী মেহের আফরোজ শাওন। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তাকরিমের একটি ছবি দিয়ে এ অভিনেত্রী লেখেন- ছোট্ট তাকরিমের জন্য অভিনন্দন-ভালোবাসা।
তাকরিমকে অভিনন্দন জানিয়েছেন ব্যারিস্টার সুমন :
এক ফেসবুক স্টাটাসে ব্যারিস্টার সুমনও অভিনন্দন জানিয়েছেন বিশ্বজয়ী হাফেজ তাকরিমকে। তিনি লিখেছেন, শুধু ফুটবলে নয়, বাংলাদেশের মানুষকে যত্ন করলে সব জায়গায় সফল হওয়ার সক্ষমতা আমরা রাখি।…তার জন্য রইল দোয়া ও শুভকামনা।
তাকরিমকে সংবর্ধনা দেবে সরকার :
এদিকে হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এই সাফল্যে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। বিশ্বস্ত সূত্রে জানা গেছে ঢাকার বাইরে অবস্থান করা মন্ত্রী ঢাকায় ফিরলেই সরকারের পক্ষ থেকে হাফেজ তাকরিমকে বিশেষ সংবর্ধনা দেওয়া হবে।
তাকরিমের সাফল্য এটিই প্রথম নয় :
১৩ বছর বয়সী হাফেজ সালেহ আহমাদ তাকরিমের এটিই প্রথম অর্জন নয়। এর আগে গেলো মার্চে ইরানে অনুষ্ঠিত আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় সারা বিশ্বে প্রথম স্থান অর্জন করেছিলো মেধাবী এই বালক। তাছাড়া লিবিয়ায় আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায়ও ৭ম স্থান অধিকার করেছিলো তাকরিম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 HR Rasel
Theme Customized By Shakil IT Park