মুজিববর্ষে পুলিশ নীতি, জনসভা আর সম্প্রীতি, এ স্লোগানে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে রোববার বিকেলে থানার সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে ছিলেন মাটিরাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, ভাইস চেয়ারম্যান আনিসুজ্জামান ডালিম, উপজেলা ছাত্রলীগ সভাপতি তসলিম উদ্দিন রুবেল, পৌর কাউন্সিলর মোহাম্মদ আলী, সহিদুল ইসলাম সোহাগসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজি ও সাংস্কৃতি সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তারা ঐক্য আর সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গা উৎসবকে শান্তিপূর্ণভাবে সফল করতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানানো।
মোঃ আরিফুল ইসলাম- খাগড়াছড়ি থেকে
Leave a Reply