বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের ত্রি -বার্ষিক সন্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন – আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা। এবং সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডঃ অধ্যক্ষ হারুন অর রশিদ । সদ্য পুনরায় নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদককে শুভেচ্ছা জানাচ্ছেন উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সেই ধারাবাহিকতায় নব নির্বাচিত সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা ও সেক্রেটারি ডঃ অধ্যক্ষ হারুন অর রশিদকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন সরিষাবাড়ি উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুল আজিজ। এক লিখিত বার্তায় তিনি এ শুভেচ্চা জানান। এসময় নিজ এলাকা, দেশ ও দেশের মানুষের মঙ্গল করার স্বার্থে নির্বাচিতরা নিজেদের সর্বোচ্চ মেধা ও শ্রম বিলিয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন এ বীর মুক্তিযোদ্ধা।
Leave a Reply