বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় টিভি নাটক ব্যাচেলর পয়েন্টের একটি সংলাপ নিয়ে দেশ জুড়ে চলছে আলোচনা সমালোচনা। এ নাটকের কয়েকটি পর্বে ব্যবহৃত কিছু সংলাপকে অত্যন্ত নোংরা বলে অভিহিত করছেন দেশের অগণিত দর্শক। চলমান এ বিতর্কের সূত্র ধরে অবশেষে দর্শকপ্রিয় এ ধারাবাহিকের কয়েকটি পর্ব ইউটিউব থেকে সরিয়ে ফেলতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
গেলো কয়েক বছর ধরে টিভি নাটকে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বহুল আলোচিত ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরিফিন অমি নির্মিত এ নাটকটিতে কয়েকজন তরুণের ব্যাচেলার জীবনকে ফুটিয়ে তোলা হয়েছে। হাস্যরসাত্মক উপায়ে ব্যাচেলারদের জীবনের নানা দিক তুলে ধরার চেষ্টা করছেন পরিচালক। নাটকটি দেশের নাট্যপ্রেমিদের কাছে এতটাই জনপ্রিয় হয়েছে যে দর্শকদের তুমুল আগ্রহের কারণে এ নাটকের একাধিক সিজন নির্মাণ করতে হয়েছে নির্মাতাকে। বতর্মানে এ ধারাবাহিকের চতুর্থ সিজনের প্রচার চলছে। সম্প্রতি এ সিজনের কয়েকটি পর্বে ব্যবহৃত একটি সংলাপ নিয়ে বইছে সমালোচনার ঝড়। নাটকে দেখা যায় জনপ্রিয় চরিত্র পাশা তার সহচরিত্র জাকিরকে যৌনকর্মীর ছেলে বলে গালি দেয়। এবং এ গালিটি কয়েকটি পর্বে ব্যবহার করতে দেখা যায়। এ গালির একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেলে ঝড়ের বেগে বাড়তে থাকে সমালোচনা। অনেকে নাটকটি বয়কট করার ডাকও দেন। অবশেষে দর্শকদের প্রতিক্রিয়াকে গুরুত্ব দিয়েছে ব্যাচেলার পয়েন্ট কর্তৃপক্ষ। রোববার নাটকের আপত্তিকর কিছু পর্ব ইউটিউব থেকে সরিয়ে দেয় নাটকটির প্রচার প্রতিষ্ঠান ধ্রুব টিভি। এক বিবৃতিতে ধ্রুব টিভি কর্তৃপক্ষ জানায় দর্শকদের প্রতি সম্মান রেখে তারা ব্যাচেলর পয়েন্ট সিজন ফোর এর প্রচারিত আপত্তিকর পর্বগুলো তাদের প্ল্যাটফর্ম থেকে ডিলিট করে দিয়েছেন। ভবিষ্যতে নাটক প্রচারের ক্ষেত্রে আরও সতর্ক হওয়ার প্রতিশ্রুতিও দেয় প্রতিষ্ঠানটি। অন্যদিকে নাটকের পরিচালক কাজল আরিফিন অমি কিছুটা আত্মপক্ষ সমর্থনের সুরে জানালেন গালিটিকে অন্যভাবে অন্য উদ্দেশ্যে ব্যবহার করা হয়েছে। যারা তার নিয়মিত দর্শক তারা এটি ঠিকই পছন্দ করেছেন বলে মন্তব্য করেন তিনি। তবে দর্শকদের প্রতি সম্মান রেখে গালি থাকা পর্বটি প্রাইভেট করা হয়েছে এবং পরবর্তীতে এডিট করে বিপটোন বসিয়ে আবার আপলোড করা হবে বলে জানান এ আলোচিত পরিচালক। এ বিষয়ে সংস্কৃতি বিশেষজ্ঞরা বলছেন গান, নাটক, চলচ্চিত্রের মধ্য দিয়ে নির্মাতারা মানুষের কথা, সমাজের কথাগুলো তুলে ধরার চেষ্টা করবেন এটাই স্বাভাবিক। তবে তা করতে হলে দেশীয় ঐতিহ্য, সংস্কৃতি আর সামাজিক মূল্যবোধকে প্রাধান্য দিয়েই করা উচিত। তুমুল জনপ্রিয় এ নাটকটিতে অভিনয় করেছেন জিয়াউল হক পলাশ, মারজুক রাসেল, তৌসিফ মাহবুব, মিশু সাব্বির, চাষী আলম, সাবিলা নূর, মনিরা মিঠু, ফারিয়া শাহরিন, মুসাফির বাচ্চুসহ আরো অনেকে।
Leave a Reply