বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিবস উপলক্ষে বুধবার বিকেলে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ অডিটোরিয়ামে দোয়া মাহফিল ও দু:স্থ এতিমদের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে। মিলাদ মাহফিল শেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বস্ত্র বিতরণ অনুষ্ঠানে রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথি সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপি উপস্থিত থাকতে পারেননি। সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান বক্তব্য রাখেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা: মুরাদ হাসান এমপির প্রতিনিধি কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবুল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply