পীরগঞ্জের করতোয়া নদীতে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেলে উপজেলার কুমার পুর গ্রামবাসির উদ্যোগে করতোয়া নদীতে ঐতিহ্যবাহী এ নৌকা বাইচ প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার নৌকা দল। শরতের পড়ন্ত বিকালে এ প্রতিযোগিতাটি উপভোগ করতে পীরগঞ্জ উপজেলার ১৪ নং চতরা ইউনিয়নের করতোয়া নদীর দুই তীর যেন জনস্রোতে পরিনত হয়। আশপাশের কয়েকটি উপজেলা থেকে আগত বিভিন্ন বয়সী নারী পুরুষে মুখরিত হয়ে উঠে করতোয়ার দুই তীর। এসময় দর্শকরা গ্রামীন এ ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দেশের সব অঞ্চলে এ ধরনের আয়োজন করার আহবান জানান।
মোঃ শিহাবুর রহমান সরকার-পীরগঞ্জ থেকে
Leave a Reply