হৃদয় দিয়ে হৃদয়কে ভালোবাসুন, প্রকৃতি ও পরিবেশকে রক্ষা করুন এ প্রতিপাদ্য কে সামনে রেখে জামালপুরের সরিষাবাড়িতে বিশ্ব হার্ট দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১ টায় একটি র্যালি সরকারী বঙ্গবন্ধু কলেজ থেকে বের হয়ে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সরিষাবাড়ি শাখার সামনে সমাবেশে মিলিত হয়। সমাবেশে সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান। এসময় আরো বক্তব্য রাখেন ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সরিষাবাড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান, সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার রবিউল ইসলাম।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply