পাটকেলঘাটা থানার মিঠাবাড়ি গ্রামে পারিবারিক কলহের জের ধরে ইকবাল মোড়লের স্ত্রীর বিষ পানে আত্মহত্যার ঘটনা ঘটেছে। ২৮ সেপ্টেম্বর বুধবার দুপুর সাড়ে এগারোটার দিকে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হলে দুপুর ১ টার দিকে সবার অজান্তে স্ত্রী প্রিয়া খাতুন (২৫) বিষ পান করে। সাথে সাথে পাচ বছরের শিশু সন্তান আবির হোসেন কে বিষ খাওয়ান ওই মা। এলাকাবাসী ও পরিবারের লোকজনের মধ্যে জানাজানি হলে তাৎক্ষণিক ভাবে মা ও ছেলেকে পাটকেলঘাটা ক্লিনিক এ নিয়ে এলে কর্তব্যরত ডাক্তারা মা ও ছেলের অবস্থা আশঙ্কা জনক দেখে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে নেওয়ার পথে মা মারা গেলেও বর্তমানে শিশুসন্তান আবির হোসেন আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মোঃ শাহিনুর রহমান শাহিন সাতক্ষিরা থেকে
Leave a Reply