এই প্রথম ইতালিতে নারী প্রধানমন্ত্রী
সাধারণ নির্বাচনে জয়ী হয়ে ইতালির ইতিহাসে প্রথম নারী প্রধানমন্ত্রী হলেন জর্জা মেলোনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তিনিই প্রথম কট্ররপন্থী নেতা হিসেবে ইতালির প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।
আতঙ্কে বিভিন্ন দেশের অভিবাসীরা :
ইতালির নতুন প্রধানমন্ত্রী জর্জা মেলোনি হওয়ায় আতঙ্কে আছেন সেদেশে বসবাসরত অভিবাসীরা। কারণ হিসেবে বলা হচ্ছে নির্বাচনের সময় মেলোনির দলের প্রধান ইস্যু ছিল অভিবাসন। তাদের প্রতিশ্রুতি ছিলো অবৈধ অভিবাসন ঠেকাতে কঠোর ব্যবস্থা গ্রহণ। সেক্ষেত্রে খ্রিষ্টান মাতা’খ্যাত মেলোনি নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপ নিলে সে দেশে বসবাস করা কঠিন হয়ে যাবে বাংলাদেশসহ বিভিন্ন দেশের নাগরিকদের। তাই নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর কিছূটা আতঙ্কে আছেন অভিবাসীরা। তবে কাজ ও বসবাসের বৈধ কাগজপত্র যারা পেয়েছেন তাদের মধ্যে সে আতঙ্ক কিছুটা কম থাকলেও যারা এখনো স্থায়ী বসবাসের অনুমতি পাননি কিংবা প্রক্রিয়াধীন আছেন তাদের বিরুদ্ধে কঠোর ঘোষণা দিতে পারেন নতুন এই প্রধানমন্ত্রী। সেক্ষেত্রে ইতালি থেকে চলে আসতে হতে পারে বাংলাদেশীসহ লাখো লাখো ইতালি প্রবাসীদের। শুধু তাই নয় নতুন প্রধানমন্ত্রী মুসলমান বিরোধী মনোভাব পোষণ করতে পারেন এমন আশঙ্কাও করছেন বিশেষজ্ঞরা।
যা বলছেন নতুন প্রধানমন্ত্রী :
যদিও এ ধারণাকে ভুল প্রমাণ করতে চান মেলোনি। নির্বাচনের সময় তিনি জানিয়েছেন তার দল ‘ব্রাদার্স অব ইতালি’ সবার জন্য কাজ করবে এবং মানুষের ভরসার সাথে বিশ্বাসঘাতকতা করবে না। নতুন প্রধানমন্ত্রী জানিয়েছেন বর্তমান পরিস্থিতি কঠিন, সবার কাছ থেকে সহায়তা প্রয়োজন। যদি আমাদের এই জাতিকে শাসন করার জন্য বলা হয়, তাহলে আমরা সব ইতালীয়র জন্য তা করব।
Leave a Reply