আমরা স্বাধীনতার ৫০ বছর অবহেলিত ছিলাম।
দু-পায়ের রাস্তায় অনেক কষ্টে হেটেছি। এবার ডাঃ মুরাদ এমপি’র দেওয়া নতুনরাস্তা পেয়ে আমরা ৬ গ্রামের মানুষ খুশি। প্রত্যাশিত রাস্তটি পেয়ে এমনই অভিব্যাক্তি প্রকাশ করলেন চুনিয়াপটল গ্রামের কৃষক ফজলুল ও সুমন মিয়া। সোমবার বিকেলে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়নেরছাতারিয়া সুনারু বাড়ী ব্রীজ হইতে চার নদীর মোহনা পর্যন্ত ১৭’শ মিটার নির্মানাধীন কাচা রাস্তার কাজের পরির্দশনে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি সেখানে উপস্থিত হলে তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে এমন অভিব্যাক্তি প্রকাশ করেন কৃষক ফজলুল ও সুমন মিয়া।
পরে গ্রামবাসীর পক্ষ থেকে আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা জানানো হয়। ডাঃ মুরাদ হাসান এমপি’র বরাদ্ধের রাস্তা পেয়ে খুশি সাতপোয়া ইউনিয়নের রৌহা, নান্দিনা,চুনিয়াপটল,চর আদ্রা ছাতারিয়া এবং
মাদারগঞ্জের সিধুলীসহ ৬ গ্রামের সর্বস্তরের মানুষ।
এ সময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীর, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর, আদ্রা আব্দুল গফুর জয়নাল আবেদীন, আলিম মাদ্রাসা ম্যানেজিং কমিটির সভাপতি ও পৌর কাউন্সিলর সাখাওয়াত আলমমুকুল,মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোখলেছুর রহমান, আওয়ামীলীগ নেতা উম্মতআলী, মোস্তাফিজুর রহমান মোস্তাক,উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদকসিদ্দিকুর রহমান ,কে এম সোহেল রানা, মোয়াজ্জেম হোসেন মিলন, হাবিবুর রহমান মানিক সহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সুত্রে জানা গেছে,২০২২-২০২৩ ইং অর্থ বছরের গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষণ কর্মসুচির কাবিটা
(বিষেশ) এর আওতায় ১৭,শ মিটার কাচা রাস্তা নির্মানের জন্য ১০ লাখ টাকা বরাদ্ধে এ রাস্তা নির্মিত হচ্ছে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে।
Leave a Reply