জনপ্রিয় অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল লাঙ্গলবার্তা ও দেশবাসীর খোঁজ খবর নিলেন জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক বেগম রওশন এরশাদ। সোমবার বেলা সোয়া ১২ টার দিকে লাঙ্গলবার্তার সম্পাদক কাজী লুৎফুল কবীরকে ফোন করে এসব খোঁজ খবর নেন বিরোধী দলীয় নেতা । এসময় তিনি পরিবার ও প্রতিষ্ঠানের অন্যান্য সবার কুশলাদি জানতে চান। ফোনালাপে বেগম রওশন এরশাদ দেশের মানুষের অবস্থা জানতে চাওয়ার পাশাপাশি দেশবাসির দোয়া কামনা করেন। লাঙ্গলবার্তা সম্পাদক কাজী লুৎফুল কবীর এসময় বিরোধী দলীয় নেতার স্বাস্থ্য পরিস্থিতি জানতে চাইলে বেগম রওশন এরশাদ জানান, তাঁর শারীরিক অবস্থা আগের চেয়ে অনেক ভালো এবং এখন তিনি বেশ ভাল বোধ করছেন। তবে হাঁটুতে সামান্য ব্যথা থাকলেও, তা নিরাময়ের পথে বলে জানান তিনি। এসময় রওশন এরশাদ শিগগিরই সবার মাঝে ফিরে আসার প্রত্যাশার কথা জানান। প্রায় দু মিনিটের ফোনালাপে বিরোধী দলীয় নেতা বেগম রওশন এরশাদ বেশ কয়েকবার দেশের মানুষের সাফল্য কামনা করেন। এসময় তিনি দেশের সব গণমাধ্যমের সাংবাদিকদের বিশেষ করে বিগতদিনে জাতীয় পার্টি বিটে বিভিন্ন সংবাদ মাধ্যমে কর্মরত সাংবাদিকদের সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Reply