সরিষাবাড়ী উপজেলায় মোট ৩৯টি পূজা মন্ডপে যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উৎসব উদযাপন করছে হিন্দু ধর্মাবলম্বীরা।
এ উপলক্ষে মঙ্গলবার সরিষাবাড়ি উপজেলার ৮টি ইউনিয়ন ও পৌর সভার পূজা মন্ডপ পরিদর্শন করেছেন সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাক্তার মুরাদ হাসান এমপি।
এসময় তিনি প্রত্যেক পূজা উদযাপন কমিটির মাঝে নগদ ৫ হাজার টাকা করে বিতরণ করেন। এসময় সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, সরিষাবাড়ী থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক কালাচান পাল, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোঃ হাসান আলী, পিংনা ইউনিয়ন যুবলীগের সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ সেলিম আল মামুন , পোগলদিঘা ইউনিয়নের আব্দুল জলিল ছাড়াও আওয়ামী লীগ , ছাত্রলীগ, কৃষক লীগ শ্রমিক লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ডাঃ মুরাদ হাসান এমপি প্রতিটি পূজা উদযাপন কমিটির সাথে কুশল বিনিময় করেন । পূজা উদযাপন কমিটিগুলোর পক্ষ থেকেও ডাঃ মুরাদ হাসান এমপির প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply