বাংলা চলচ্চিত্রের যারা খোঁজ খবর রাখেন তাদের নিশ্চয় ৮০র দশকে মুক্তি পাওয়া নায়ক রাজ রাজ্জাক পরিচালিত ঢাকা ৮৬ সিনেমাটির কথা মনে আছে। সেই সিনেমার বিখ্যাত গান পাথরের পৃথিবীতে কাচের হৃদয় আজও দর্শকদের কাছে তুমুল জনপ্রিয়। সেই বিখ্যাত ছবিসহ ২৯টির বেশি সিনেমার জনপ্রিয় নায়িকা রঞ্জিতার দিন এখন কাটছে অতি কষ্টে। সম্প্রতি ব্রেইন স্ট্রোক করে অবশ হয়ে গেছে তার এক হাত ও পা।
ফ্লাশব্যাক :
জনপ্রিয় চিত্রনায়িকা রঞ্জিতা সিনেমায় আসেন ১৯৮৭ সালে। তার প্রথম ছবির নাম ঢাকা ৮৬। নায়ক রাজ রাজ্জাক পরিচালিত এই সিনেমায় রঞ্জিতার নায়ক ছিলেন চিত্রনায়ক বাপ্পারাজ। ছবিটি সেসময় ব্যাপক জনপ্রিয়তা পায়। বিশেষ করে বাপ্পারাজ রঞ্জিতার লিপে তপন চৌধুরী -শাকিলা জাফরের গাওয়া গান পাথরের পৃথিবীতে কাচের হৃদয় গানটি তিন দশক পর আজও সমান জনপ্রিয়। এ ছবির সফলতার পর একের পর এক সিনেমায় অভিনয় করতে থাকেন রঞ্জিতা। তার বাবার বন্ধু নায়ক রাজ রাজ্জাকের পরিচালনাতে পরবর্তীতে ‘রাজা মিস্ত্রী’ ও ‘জ্বীনের বাদশা’ ছবিতে অভিনয় করেন তিনি। বিভিন্ন নায়কের সাথে তার ক্যারিয়ারে ২৯টি ছবি মুক্তি পায়। রঞ্জিতার ভাষ্য অনুযায়ী কমপক্ষে ১৪টি সিনেমা সুপার হিট হয় তার। অভিনয়ের পাশাপাশি ছবি প্রযোজনাও করেছেন রঞ্জিতা। ‘কুংফু কন্যা’ ‘মরণ লড়াই’, ‘ক্যারাটি মাস্টার’, ‘প্রেমিক রংবাজসহ ১৮টি ছবি প্রযোজনা করেছেন এই নায়িকা। যার অধিকাংশই ব্যবসা সফল বলে দাবি তার।
রঞ্জিতার বর্তমান অবস্থা :
একসময় অর্থ যশ খ্যাতি সবই ছিলো রঞ্জিতার। কিন্তু আজ জীবনযুদ্ধে প্রায় পরাজিত এক সৈনিক তিনি। সংসার চালাতেই হিমশিম খাচ্ছেন। ঠিকমতো দিতে পারেন না বাড়ি ভাড়াও। বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলেকে নিয়ে অতি কষ্টে জীবনযাপন করছিলেন তিনি। কিন্তু গেলো ২৮ সেপ্টেম্বর ব্রেইন স্ট্রোক হয়ে বাঁ হাত আর বাঁ পা অবশ হয়ে গেছে এই অভিনেত্রীর। বর্তমানে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। কিন্তু যেখানে সংসারই চলে না সেখানে চিকিৎসার খরচ কোথা থেকে যোগাড় করবেন তাই নিয়ে চরম হতাশায় নিমজ্জিত এই নায়িকা। গণমাধ্যমের কাছে তিনি সহযোগিতার আকুতি জানিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতিসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন তার। দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে বিশেষ আকুতি জানিয়েছেন তিনি। যাতে করে তার চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দেন প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই চিত্রনায়িকা শাহনূর তাকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। দেশের প্রথম নারী ব্লাক বেল্ট ধারী এই চিত্রনায়িকা সবার সহযোগিতায় বাঁচতে চায়, ফিরতে চায় স্বাভাবিক জীবনে।
Leave a Reply