গাইবান্ধা -৫ আসনের উপ-নির্বাচনের গনসংযোগ ও নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গাইবান্ধা গেলেন জাতীয় ছাত্রসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সরকারের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জাতীয় ছাএসমাজ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ইব্রাহীম খাঁন জুয়েল ও সাধারণ সম্পাদক মোঃ আল মামুনের সিদ্ধান্তক্রমে প্রতিনিধি দলটি গেলো ৯ অক্টোবর শনিবার গাইবান্ধার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আল আমিন সরকারের নেতৃত্বে বিশেষ প্রতিনিধি দলটি নির্বাচনী গণসংযোগ ও নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে প্রতিবেদন দাখিল করবেন। প্রতিনিধি দলের বাকি সদস্যরা হলেন কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান অয়ন, যুগ্ম শিক্ষা বিষয়ক সম্পাদক টি এইচ প্রতিক, কেন্দ্রীয় সদস্য রক্সি খান, চট্রগ্রাম মহানগর এর সদস্য সচিব আবু হানিফ নোমান, ছাত্রনেতা আরাফাতুল আলম কচি, কাজী রাকিব, মাসুদ হোসেন এবং মো: শাহরিয়ার হোসাইন ইমন। তরুণ ও মেধাবী ছাত্রনেতা আল আমিন সরকার জানান গণসংযোগ ও নির্বাচনি পরিস্থিতি পর্যবেক্ষণ করে তিনি সেখানকার প্রকৃত অবস্থা তুলে ধরে একটি প্রতিবেদন দাখিল করবেন। সেই প্রতিবেদনের উপর ভিত্তি করেই দলের হাইকমান্ড পরবর্তী কর্মসূচি হাতে নিবেন। উল্লেখ্য প্রয়াত ডেপুটি স্পিকার ফজলে রাব্বীর ইন্তেকালের পর এই আসনটি শূন্য হয়। উপনির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে এ্যাডভোকেট আব্দুস সহিদ রঞ্জুর প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে।
জে এইচ টিপু
Leave a Reply