রংপুরের পীরগাছা উপজেলার ২নং পারুল ইউনিয়নের তিনবারের সাবেক চেয়ারম্যান, ইউনিয়ন আ.লীগের সহসভাপতি ও উপজেলা আ.লীগের সদস্য আবুল কালাম আজাদ খাঁন দীর্ঘদিনের আ.লীগের রাজনীতি ছেড়ে জাতীয় পার্টিতে যোগদান করেছেন।
জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষ্যে রোববার বিকেল ৫টায় দেউতি স্কুল এন্ড কলেজ মাঠে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। সভায় রংপুর সিটি কর্পোরেশনের মেয়র ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মোস্তাফিজার রহমান মোস্তফা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আ.লীগ নেতা আবুল কালাম আজাদ খাঁনসহ অন্যদের লাঙ্গলময় ফুল দিয়ে বরণ করে নেন। এসময় মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা সদ্য যোগদানকৃত আবুল কালাম আজাদ খাঁন তার বক্তব্যে যারা আজ জাতীয় পার্টিতে যোগদান করলেন; তারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন বলে মন্তব্য করেন। এসময় জাতীয় পার্টিতে সদ্য যোগ দেওয়া আবুল কালাম আজাদ খাঁন অতীতের মতো সবসময় জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দেন। পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ যখন রংপুরে সফর করতেন তখন তিনি তার সফরসঙ্গী হয়ে হতেন জানিয়ে আজাদ খান জানান পল্লীবন্ধু তাকে বহুবার জাতীয় পার্টিতে যোগ দিতে বলেছিলেন। তিনি পল্লীবন্ধুর কথা রেখেছেন বলেও বক্তৃতায় উল্লেখ করেন। ইউনিয়ন জাতীয় পার্টির আহবায়ক মন্তাজ মিয়ার সভাপতিত্বে ও উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান আবুল মাসুদ চৌধুরী নান্টু, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুর রশিদ সরকার, কৈকুড়ী ইউনিয়ন চেয়ারম্যান ও জাপা নেতা নুর আলম, সাংগঠনিক সমম্পাদক দুলাল মিয়া, পারুল ইউনিয়নের আহবায়ক কমিটির সদস্য আশরাফ আলী, জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফ, জাতীয় ছাত্র সমাজের আহবায়ক ইসমাইল হোসেন সহ উপজেলা-ইউনিয়ন ও ওয়ার্ড জাতীয় পার্টির অঙ্গসংগঠনের হাজার হাজার নেতাকর্মী।
Leave a Reply