রোববার ভেনেজুয়েলায় এক ভয়াবহ ভুমিধসে ২২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন ৫২জনেরও বেশি ।সেখানে উদ্ধার কাজ চালাচ্ছেন এক হাজারেরও বেশি মানুষ।
বিস্তারিত :
ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের দক্ষিণাঞ্চলে অবস্থিত লাস তেজারিয়াস শহরে এক ভয়াবহ ভূমিধসে ২২জন নিহতের খবর পাওয়া গেছে। বিবিসি জানিয়েছে ভারি বৃষ্টিপাতের কারণে সংঘটিত এ ঘটনায় এখনো নিখোঁজ রয়েছে ৫২ জন মানুষ। স্থানীয় সময় রোববার দূর্ঘটনাকবলিতে এলাকা পরিদর্শন করেছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রোদ্রিগেজ। তিনি জানান নিখোঁজদের খোঁজে ঘটনাস্থলে তল্লাশি অভিযান চলছে। এদিকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই ঘটনাকে কঠিন এবং বেদনাদায়ক বলে উল্লেখ করেছেন। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানানোর পাশাপাশি দেশে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। দেশটির উপ-বেসামরিক সুরক্ষা মন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা জানান জরুরি বিভাগের প্রায় এক হাজার সদস্য অভিযানে কাজ করছে। ভারি বৃষ্টিপাতের কারণে এল পাতো নদীর পানি বেড়ে যাওয়ার কারণেই ভূমিধসের ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ঘটনায় ঘটনাস্থলের বেশ কিছু বাড়ি-ঘর এবং দোকানপাট পানিতে ভেসে গেছে। ঘটনায় হতবিহবল এক বাসিন্দা জানান আমাদের গ্রাম শেষ হয়ে গেছে, লাস তেজারিয়াস শেষ হয়ে গেছে। ভেনেজুয়েলার স্বরাষ্ট্র ও আইনমন্ত্রী রেমিজিও চেবালোস বার্তাসংস্থা এএফপিকে জানান হাজারখানেক মানুষ উদ্ধার তৎপরতায় যোগ দিয়েছেন এবং তিনি নিজেও সেখানে কাজ করেছেন। দুর্যোগের এলাকা পরিদর্শন করে চেবালোস জানান এখানে রেকর্ড বৃষ্টি হয়েছে। সাধারণত এক মাসে যে পরিমাণ বৃষ্টি হয়, সেই পরিমাণ এক দিনেই হয়েছে। এত বেশি বৃষ্টির কারণে মাটি নরম হয়ে এ দূর্ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তিনি। প্রাকৃতিকভাবে ঘটে থাকা লা নিনা আবহাওয়ার কারণে ভেনেজুয়েলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই লা নিনা প্রশান্ত মহাসাগরে শীতলতা এবং সাধারণত এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকায় আর্দ্র পরিস্থিতি নিয়ে আসে।
Leave a Reply