সরিষাবাড়িতে মুক্তিযুদ্ধের সময় সংঘটিত সম্মুখ যুদ্ধকে স্মরণ করে সম্মুখ যুদ্ধ দিবস পালিত হয়েছে। সোমবার সকাল এগারোটায় বাউসি রেলি ব্রিজ সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মরণীতে এ অনুষ্ঠান সম্মপন্ন হয়।
উভ…
১৯৭১সালের ১০ই অক্টোবর জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বাউসি রেলি ব্রিজের সন্নিকটে ১১নং সেক্টরের সুজাউদ্দৌলা দারোগা কোম্পানির বীর মুক্তিযোদ্ধাদের সাথে পাকিস্তানি হানাদার বাহিনীর দিনব্যাপী সম্মুখ যুদ্ধ অনুষ্ঠিত হয়। সেই সন্মুখ যুদ্ধে ৪ জন বীর মুক্তিযোদ্ধা লড়াই করতে করতে শহীদ হন। ৬ জন মুক্তিযোদ্ধা গুরুতর আহত হন। অনুষ্ঠানে সেদিনের হৃদয়বিদারক স্মৃতিচারণ করতে গিয়ে বক্তারা জানান সেদিন পিংনা ইউনিয়নের কাওয়ামারা গ্রামের আজগর টেন্ডেলের ছেলে মোঃ জালাল উদ্দিনের গুলি শেষ হয়ে গেলে তিনি হাতে নাতে ধরা পড়েন। তারপর হানাদার বাহিনী জীবিত বস্থায় বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তার চোখ উপরে ফেলে। এক পর্যায়ে শহীদ হন জালাল উদ্দিন। সেদিনের সেই ভয়াবহ, যুদ্ধের স্মৃতি চারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন।
সম্মুখ যুদ্ধ দিবসের অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগের সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব সানোয়ার হোসেন বাদশা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন। উক্ত স্মরণ সভায় দোয়া পরিচালনা করেন সরিষাবাড়ী উপজেলা প্রেসক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ী থেকে
Leave a Reply