মহান মুক্তিযুদ্ধের ৫০ বছর পর ছোট ভাই জানতে পারলেন যে তার বড় ভাই আঃ ছাত্তার মুক্তিযুদ্ধে বীরের মতো সম্মুখ যুদ্ধ অংশ নিয়ে শহিদ হয়েছেন। তাই ছোট ভাই ও পরিবারের দাবি শীঘ্রই শহিদের মর্যাদা এবং রাষ্ট্রীয় সুযোগ সুবিধা দিয়ে আঃ ছাত্তারকে যথাযোগ্য সম্মান দেওয়া হোক।
বিস্তারিত:
জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের কাশিনাথপুর গ্রাম। এ গ্রামের -মৃত আঃছোবাহান তালুকদার এর ১ম পক্ষের ১মেয়ে ও ৩ ছেলের মধ্যে বড় ছেলের নাম আঃ ছাত্তার। তিনি আনসার বাহিনীর একজন প্লাটুন কমান্ডার থাকাবস্থায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশ গ্রহণ করেন ।

মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তারের ছোট ভাই মিজানুর রহমান
মুক্তিযুদ্ধের ১১নং সেক্টরের সেক্টর কমান্ডার কর্ণেল তাহেরের অধীনে আঃ মান্নান কোম্পানির একজন দক্ষ বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি দক্ষতার সাথে বিভিন্ন রণাঙ্গনে যুদ্ধে অংশ গ্রহণ করেন। ১৯৭১সালে ১৬ই অক্টোবর ভোরে তিনি ও তার কোম্পানি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা গ্রামের কংস নদী পার হয়ে পাকিস্তানি হানাদার বাহিনীর ক্যাম্প আক্রমণ করতে গেলে উভয় পক্ষের মধ্যে তুমুল যুদ্ধ হয়। ঐ যুদ্ধে আব্দুস সাত্তার ও আরো কয়েকজন মুক্তিযোদ্ধা নৌকার মধ্যে থেকে যুদ্ধরত অবস্থায় শত্রুর গুলিতে শহীদ হন ও নদীতে ডুবে যান। সহযোদ্ধাদের তথ্য অনুযায়ী যুদ্ধ শেষ হওয়ার পর অনেক তল্লাশি করেও তার লাশ পাওয়া যায়নি। কিন্তু এতদিন এসব তথ্যের কিছুই জানতো না শহীদ আব্দুস সাত্তারের পরিবার। বিগত ৫০ বছর মা ও পরিবারের ভাই-বোন সংশ্লিষ্ট বিভিন্ন অফিস আদালতে ঘুরেও কোনো সঠিক তথ্যের খোঁজ পাননি। শোকে, দুঃখে ছেলের অপেক্ষায় মা মৃত্যু বরন করেন। তবে সম্প্রতি ছোট ভাই মিজানুর রহমান(মজনু) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের , ঢাকা অফিসে খোঁজ নিয়ে দেখেন মন্ত্রণালয়ের ৯নং ভলিয়মের ভারতীয় তালিকা ক্রমিক নং ১৮১৭৭ তে তার ভাই আব্দুস সাত্তারের নাম লিপিবদ্ধ রয়েছে। সেখানে দেখা যায় মোঃ আব্দুস সাত্তার পিতা-আঃ ছোবাহান, গ্রাম- কাশিনাথপুর, থানা-সরিষাবাড়ী-জেলা-জামালপুর, বেসামরিক গ্যাজেট নং১০৫৭,ও মুক্তি বার্তা নং ০১১৩০৩০৬৭২ এবং সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের শহীদগনের তালিকায় ২৮ নম্বরে শহীদ আঃছাত্তারের নাম লিপিবদ্ধ রয়েছে। আঃ ছাত্তারের সহযোদ্ধা মোঃ শাহজাহান কবির জানান মান্নান কোম্পানির আব্দুস সাত্তার একজন সাহসী বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তিনি কংস নদীতে সন্মুখ যুদ্ধে আব্দুস সাত্তার শহীদ হন। অপর সহ যোদ্ধা মুক্তিযোদ্ধা আলাউদ্দিনও একই তথ্য প্রদান করেন। সরিষাবাড়ী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন জানান, শহীদ মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার এর নাম ভারতীয় তালিকা, বেসামরিক গ্যাজেট, মুক্তি বার্তা, এমনকি সরিষাবাড়ী উপজেলার শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকায় সংরক্ষিত রয়েছে। ফলে যৌক্তিক কারণেই তিনি শহীদ এর মর্যাদাসহ সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাওয়ার যোগ্য দাবিদার। তিনি এ বিষয়ে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের সুবিবেচনা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন। শহীদ আঃ ছাত্তার এর ছোট ভাই মিজানুর রহমান জানান দীর্ঘ ৫০ বছর পর হলেও তিনি সঠিক তথ্য খুঁজে পেয়েছেন। তিনি তার বড় ভাই আঃ ছাত্তারকে শহীদ এর মর্যাদা দিয়ে সকল সুযোগ-সুবিধা প্রদানের জন্য সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানান।
সরিষাবাড়ি থেকে বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজীজ
Leave a Reply