ধর্মের টানে কিংবা ধর্মের অনুশাসনকে শ্রদ্ধা জানিয়ে শোবিজ দুনিয়া ত্যাগ করার ঘটনা প্রায়শই ঘটে থাকে। সাম্প্রতিক সময়েও বেশ কয়েকজন বলিউড এবং দক্ষিণী অভিনেত্রী ঝলমলে শোবিজ দুনিয়াকে বিদায় জানিয়ে ফিরে এসেছেন ইসলামের সুশীতল ছায়ায়। এদের মধ্যে অভিনেত্রী জায়রা ওয়াসিম, সানা খান, মেহজাবিন সিদ্দিকি অন্যতম। এবার সে দলে যুক্ত হলেন ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাহার আফসাহ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে অভিনেত্রী নিজেই জানালেন তার এই সিদ্ধান্ত।
পোস্টে যা লিখেছেন সাহার আফসাহ :
সেই পোস্টে এই জনপ্রিয় অভিনেত্রী লিখেছেন ‘সবাইকে জানাতে চাই যে, আমি ফিল্ম ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছি। আর এর সঙ্গে যুক্ত থাকতে চাই না। বাকি জীবনটা ইসলামের শিক্ষা এবং আল্লাহর নিয়ম মেনেই কাটিয়ে দিতে চাই। অতীতে আমি যেভাবে জীবন কাটিয়েছি, তার জন্য আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা করছি।’ দীর্ঘ সেই পোস্টে সাহার আফসাহ আরো লিখেছেন ‘বিপুল সাফল্য আর অর্থ পেয়েও আমি তৃপ্ত ছিলাম না। কারণ, আমি ছোটবেলায়ও এই ধরনের জীবন যাপন করার কথা ভাবিনি। হঠাৎ করেই এই ইন্ডাস্ট্রিতে আমি এসে পড়ি আর এগিয়ে যেতে থাকি। কিন্তু এর সবকিছুই শেষ করার সিদ্ধান্ত নিয়েছি।’ অভিনয় ছেড়ে বাকি জীবনটা কীভাবে কাটাবেন সে কথাও জানিয়েছেন জনপ্রিয় এই অভিনেত্রী। তিনি জানিয়েছেন সামনের সময়টা মানবজাতির কল্যাণে কাজ করে যেতে চান। ইসলামের শিক্ষা আর আল্লাহর নিয়ম মেনে কাটিয়ে দিতে চান। অভিনয় ছেড়ে দেওয়ার এ সিদ্ধান্ত তার ভক্তরা যেন সহজে মেনে নেন সে আকুতিও জানিয়েছেন সাহার আফসাহ। তিনি লিখেছেন আমি বিনোদন দুনিয়া থেকে বিদায় নিচ্ছি ঠিকই, তবুও চাইব আমার সিদ্ধান্তকে সবাই সম্মান করুক। আমার জন্য প্রার্থনা করবেন যাতে আল্লাহ আমার সহায় থাকেন। আমি যাতে আমার স্রষ্টার আইন মেনে চলতে পারি। তিনি তার ভক্তদের অনুরোধ করেন তারা যেন তাকে অতীতের কাজের জন্য স্মরণ না করেন। বরং ভবিষ্যতের কাজ নিয়েই যেন মনে রাখেন।
সাহার আফসার এ সিদ্ধান্তে খুশি ভক্তরাও :
এদিকে শোবিজ ছেড়ে ইসলামে অনুশাসনে জীবন চালোনোর সাহার আফসার এ সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন তার ভক্তরা। তারা চান মৃত্যুর পূর্ব পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত এ হিদায়াতের পথেই অবস্থান করুক তাদের প্রিয় অভিনেত্রী।
বিনোদন ডেস্ক
Leave a Reply