ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে অভিযান চালিয়ে ৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল, ৮ কেজি ইলিশ মাছ ও ৪ টি নৌকা জব্দ করা হয়েছে। সোমবার রাতে জেলা প্রশাসন ও মৎস বিভাগ এ অভিযান পরিচালনা করে । জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ জানান, ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষনে সুগন্ধা ও বিষখালি নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় উদ্ধার করা নৌকা ভেঙ্গে ফেলা এবং জাল পুড়িয়ে ফেলা হয়। আর উদ্ধারকৃত ইলিশ মাছ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জেলা মৎস কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।
Leave a Reply