‘দুর্যোগে আগাম সতর্কবার্তা, সবার জন্য কার্য ব্যবস্থা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুর জেলার সরিষাবাড়ীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ অক্টোবর)সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ চত্বরে সরিষাবাড়ী সিনিয়র ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে দুর্যোগের উপরে জন সচেতনতা বিষয়ক মহড়া প্রদর্শন করা হয়। এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবীরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ –সরিষাবাড়ি থেকে
Leave a Reply