বগুড়ার সারিয়াকান্দিতে অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম ফুটবল টুর্নামেন্ট এর তৃতীয় রাউন্ডের তৃতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কাজলা ইউনিয়নের জামথল আব্দুল মান্নান এমপি খেলার মাঠে এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ বেনিপুর সারিয়াকান্দি বগুড়া বনাম বাকুরচর স্টুডেন্ট ক্লাব মাদারগঞ্জ জামালপুর। খেলার শুভ উদ্বোধন করেন কাজলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ এ.এস.এম. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন সাবেক মেম্বার শাহজাহান আলী প্রামাণিক।
এ সময় বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ সাইফুল ইসলাম,টেংরাকুড়া সজিব ওয়াজেদ জয় অটিজম বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহানুর রহমান সোহাগ, কাজলা ইউপি সদস্য মোঃ ফরিদুল ইসলাম,মোঃ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। খেলা পরিচালনায় ছিলেন জাহাঙ্গীর আলম মুকুল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন মোঃ মোস্তাফিজুর রহমান। খেলার নির্ধারিত সময়ে জয় পরাজয় নির্ধারিত না হওয়ায় ট্রাইবেকারে ফ্রেন্ডশিপ ফুটবল একাদশ বেনিপুরকে ৫-৪ গোলে হারিয়ে জয়ী হয় বাকুরচর স্টুডেন্ট ক্লাব। খেলাটি উপভোগ করতে মাঠে হাজির হয়েছিলেন হাজারো দর্শক।
Leave a Reply