জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত মাসিক সভায় সভাপতিত্ব করেন, সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিন পাঠান। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান জেলী আক্তার, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ মোফাজ্জল হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ লুৎফর রহমান, সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন,সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য ও প,প কর্মকর্তা ডাঃ বদরুল হাসান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর । এছাড়াও সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ,ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি, এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আইন শৃঙ্খলা কমিটির সভায়, মহামান্য হাইকোর্টের আদেশ অমান্য করে পৌর সভার ট্যাক্স আদায় প্রসংঙ্গ, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধ, মটর সাইকেল চুরি প্রতিরোধ, জেলা পরিষদ নির্বাচনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বক্তব্য রাখেন আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সভাপতি সোলায়মান হোসেন হরেক,পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মানিক,সাতপোয়া ইউনিয়নের চেয়ারম্যান আবু তাহের। সবশেষে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহব্বত কবীর বক্তব্য রাখেন। । তিনি তার বক্তব্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আর এজন্য সবার সার্বিক সহযোগিতা কামনা করেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ি থেকে
Leave a Reply