নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিলের দাবিতে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে বয়ড়া সেতু এলাকায় বাংলাদেশ কৃষক সমিতি ও ‘নদী ভাঙলে জমি খাস’ আইন বাতিল সংগ্রাম কমিটি উপজেলা শাখার উদ্যোগে এ মানববন্ধনে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি সূত্রে জানা গেছে,সরিষাবাড়ী উপজেলা ও পার্শ্ববর্তী কাজিপুর উপজেলার যমুনা ও শাখা নদীগুলোতে জমি হারিয়ে নিঃস্ব হয়েছে হাজার হাজার মানুষ। বাড়িঘর, ফসলি জমি, গাছপালাসহ সম্পত্তি নদীগর্ভে বিলীন হওয়ায় মানবেতর জীবনযাপন করতে হচ্ছে তাদের।
অপরদিকে ‘নদী ভাঙলে জমি খাস’ আইনের কবলে পড়ে মানচিত্রের দাবি থেকেও বঞ্চিত হচ্ছেন তারা। আইনটি বাতিলের দাবিতে ক্ষতিগ্রস্ত চরাঞ্চলের মানুষ মানববন্ধন, লিফলেট বিতরণ ও নৌযাত্রা কর্মসূচি পালন করে আসছেন।
বয়ড়া সেতু এলাকায় ১ ঘন্টা মানববন্ধন শেষে বক্তব্য রাখেন উপজেলা কমিউনিষ্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক কবি আলতাফ হোসেন,বাংলাদেশ ক্ষেত মজুর সমিতি জামালপুরের সাবেক সভাপতি আলী আক্কাস, উপজেলা ক্ষেত মজুর সমিতির নেতা গাজী আব্দুর রহমান, রফিকুল ইসলাম, জাহিদ হোসেন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, পি,ও-১৩৫/৭২ আইন অনুযায়ী নদী ভাঙলে জমি খাস হয়ে যায়।। জমি নদীর গর্ভে বিলীন হলে সে জমির মালিকানা থাকে না। ফলে ওইসব জমির খাজনা-খারিজ ও ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যায়। বক্তারা আরও বলেন, আমরা ভূমি উন্নয়ন কর দেই, সরকারের উচিৎ আমাদের ভূমি রক্ষা করা। অথচ রাষ্ট্রের নদী কৃষকের জমি ভেঙে নেয়, শাস্তিও পায় কৃষক। কিন্তু জমির ভর্তুকি না দিয়ে কৃষকের সর্বস্ব কেড়ে নেয়। বক্তারা এসময় পি,ও-১৩৫/৭২ আইন বাতিল ও ১৯৫০ সালের প্রজাস্বত্ব আইনের ৮৬ ধারা বাস্তবায়নের দাবি জানান।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে
Leave a Reply