জামালপুর জেলার সরিষাবাড়ীতে“নুর মনি তাজ তরফদার ফুটবল টুর্নামেন্ট’ ২০২২ইং এর উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৪ অক্টোবর) বিকেলে উপজেলার কাবারিয়াবাড়ী খেলার মাঠে “কাবাডিয়াবাড়ী যুব উন্নয়ন সংস্থার” আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
প্রধান অতিথী হিসেবে বিদ্যুৎ বিভাগ,বিদ্যুৎ জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রানালয়ের যুগ্ম সচিব নাছির উদ্দিন তরফদার ফুটবল খেলার উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন কাবাডিয়াবাড়ী যুব উন্নয়ন সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা হবিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর মাসুদ উল আলম,সড়ক ও জনপথ বিভাগের অবসর প্রাপ্ত তত্বাবধায়ক প্রকৌশলী এন এম আলহাজ্ব উদ্দিন মহন, অবসর প্রাপ্ত শিক্ষক বীর মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান,সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক মোঃ আবুল হোসেন,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ, দৌলতপুর ফাজিল মাদ্রাসার সভাপতি আব্দুর রহিম,আওনা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইনামুল হক সোহেল মাষ্টার, জাতীয় শ্রমিকলীগ সরিষাবাড়ী আঞ্চলিক শাখার সহ সভাপতি নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।এ ছাড়াও স্থানীয় সুধীজন ও বিভিন্ন পেশাজিবী উপস্থিত ছিলেন।
উদ্বোধনী খেলায় গোপালপুর উপজেলার শাখারিয়া স্টুডেন্ট ক্লাব কে ১-০ গোলে হারিয়ে বিজয় লাভ করে সরিষাবাড়ী যমুনা ফুটবল একাদশ । উক্ত খেলায় রেফারির দায়িত্বে ছিলেন জাহিদুল ইসলাম সবুজ এবং সহযোগী রেফারি হিসেবে মিল্টন ও আজিম মন্ডল দায়িত্ব পালন করেন। খেলাটি দেখতে বিভিন্ন বয়সী হাজার হাজার দর্শকের সমাগম ঘটে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-প্রতিনিধি, সরিষাবাড়ী, জামালপুর।
Leave a Reply