জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা বীর মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সরিষাবাড়ী উপজেলার জীবিত ৩শ ৫৫জন বীর মুক্তিযোদ্ধার মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুদ্ধকালীন কোম্পানি কমান্ডার বীর প্রতীক , বীর মুক্তিযোদ্ধা আনিসুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার নাজিম উদ্দিন, যুদ্ধকালীন বিএলএফ কমান্ডার এম এ লতিফ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীরসহ আরো অনেকে। সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমানের সঞ্চালনায় এসময় উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে।
Leave a Reply