উৎসব মুখর পরিবেশে জামালপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য ও সংরক্ষিত নারী পদে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে । জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ অডিটোরিয়াম ভবনে এ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সরিষাবাড়ী ৬ নং ওয়ার্ড সদস্য পদে ৪জন ও সংরক্ষিত নারী পদে ৩ নং ওয়ার্ডের জামালপুর ও সরিষাবাড়ীর ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সরিষাবাড়ী উপজেলার ১২০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। প্রিজাইডিং অফিসার মাজেদুর রহমান জানান, দুপুর ১২ টার মধ্যে সুষ্ঠু ভাবে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পরে ভোট গণনায় দেখা যায় উট পাখি প্রতীকের মোহাম্মদ খোরশেদ আলম ৭৫ ভোট পেয়ে জয় লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের আঃ গনি পেয়েছেন ৪৩ ভোট। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নজরদারি ও প্রশাসনের সরব উপস্থিতিতে নির্বাচন ছিলো উৎসবমুখর ও শান্তিপূর্ণ। বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ি থেকে
Leave a Reply