নিজস্ব প্রতিনিধি
জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য (বড়াইগ্রাম-গুরুদাসপুর-সিংড়া) আসনে বিজয়ী হয়েছেন বড়াইগ্রামের মেয়ে ফুটবল প্রতীকের মোসাম্মদ . হুমাইয়ারা জাহান রিয়া। তিনি ১৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন টেবিল ঘড়ি প্রতীকের খাদিজা খাতুন । অপরদিকে সাধারণ সদস্য (বড়াইগ্রাম) আসনে জয়ী হয়েছেন শাহ আলম মাস্টার (তালা প্রতীক)। তিনি ৪৬ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইয়াসিন আলী সরকার (হাতি প্রতীক)। সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে ভোট গ্রহণ হয়৷ বড়াইগ্রাম উপজেলার ভোট কেন্দ্র ছিলো বনপাড়া কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়। ভোটের ফলাফলের সত্যতা নিশ্চিত করেছেন এই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার আব্দুর রহমান আনছারী ।
Leave a Reply