হবিগঞ্জ জেলার বাহুবলে প্রেমের সম্পর্কের জের ধরে দুই মাস ঘরবন্দি রেখে পিতা-মাতাসহ আত্মীয় স্বজনের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেছে এক স্কুল ছাত্রী। শনিবার বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ফেসবুক লাইভে এসে এসব অভিযোগ জানায় ঐ স্কুল ছাত্রী। এমন ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তোলপাড়। জানা গেছে ঘরবন্দি থেকে সুযোগ পেয়ে এক দৌড়ে প্রেমিকের বাড়িতে চলে যান শামিমা আক্তার সুমাইয়া নামের দশম শ্রেণীর এক ছাত্রী। তারপর সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্মদাতা মা বাবার বিরুদ্ধে লাইভ করেন তিনি। লাইভে এসে মেয়েটি তার প্রেমের সম্পর্ক, মা বাবার নির্যাতনসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। এসময় সুমাইয়া বলেন, সে তাজ উদ্দিন নামের এক ছেলেকে ভালবাসার অপরাধে তার মা বাবা তাকে দুই মাস ঘর বন্দি করে রাখে। শনিবার সকলের অগোচরে ঘর থেকে পালিয়ে তাজ উদ্দিনের বাড়িতে আসতে সক্ষম হয়। সে তার পিতা মাতার কাছে আর যেতে চায় না। এমনকি সে কখনও আত্মহত্যা করলে তারজন্য বাবা-মা দায়ী থাকবেন বলেও ভিডিওতে উল্লেখ করেন। এ ব্যাপারে মেয়ের বাবা মনসুর খানের মোবাইলে ফোন করা হলে তা বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে তাজ উদ্দিন জানায়, তার প্রেমিকা তার কাছেই রয়েছে। তারা যেহেতু প্রাপ্ত বয়স্ক তাই তারা দুজনেই সংসারী হবেন বলেও জানান তাজউদ্দিন। এদিকে সুমাইয়া এবং তাজউদ্দিন কোর্ট ম্যারেজ করেছেন বলে জানিয়েছে একটি সূত্র।
Leave a Reply