জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলায় যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দোয়া মোনাজাত, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত শেখ রাসেল এর ৫৮ তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান জেলি আক্তার, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ ,সমাজ সেবা কর্মকর্তা আরিফুর রহমান, সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মহব্বত কবীর, সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
সরিষাবাড়ী প্রতিনিধি
Leave a Reply