জামালপুর জেলার সরিষাবাড়ীতে ড্রেজার দিয়ে মাটি উত্তোলনের প্রতিবাদকারীকে মারপিট করার অভিযোগ পাওয়া গেছে। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা মৌজার যমুনা নদীর তীরে এ ঘটনা ঘটেছে।
জানা গেছে সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা গ্রামের হত দরিদ্র কৃষক ছবের আলীর ছেলে আবুল কাশেম ও তার পরিবার পরিজনের যমুনার শাখা নদীতে ২ একর জমি রয়েছে। এর মধ্য থেকে চর পোগলদিঘা গ্রামের আব্দুল জুব্বারের ছেলে আব্দুস সামাদ এর নেতৃত্বে শামীম,কহিনুর,আহাম্মদ, সুখালসহ একটি প্রভাবশালী সিন্ডিকেট ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে জমজমাট ব্যবসা চালিয়ে আসছে।। ভুমি মালিক আবুল কাশেম সহ অনান্যরা মাটি কাটায় বাধা প্রদান করলে তাকে তাকে মারধর করে প্রভাবশালীরা। পরে তাকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার প্রেক্ষিতে যমুনা নদীর পাড় থেকে যাতে কোনো প্রকার বালু উত্তোলন করতে না পারে এ দাবিতে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা’র কাছে একটি আবেদন করেছেন ভুক্তভোগী আবুল কাশেম। কিন্তু এ আবেদন করা নিয়েও কৃষক আবুল কাশেমকে নানাভাবে হুমকি দিচ্ছে অভিযুক্তরা। এমনকি পেশী শক্তির দাপটে নদী থেকে বালু উত্তোলন চালিয়ে যাবে বলেও হুমকি দিচ্ছে এই সিন্ডিকেট। এ বিষয়টি নিয়ে পোগলদিঘা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আশরাফুল আলম মানিক ঘটনা জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে আশ্বাস দেন। এ ব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা জানান ড্রেজার মেশিনে বালু উত্তোলন বন্ধের জন্য দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply