দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়ন এর ৪ নং ওয়ার্ডের জাতীয় পার্টি, যুবসংহতি ও ছাত্র সমাজের কমিটি গঠন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-৬ দেলদুয়ার –নাগরপুর আসন থেকে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক মামুনুর রহিম (সুমন)। এছাড়া উপস্থিত ছিলেন দেলদুয়ার উপজেলা জাতীয় পার্টির সভাপতি সবদের আলী, সাধারণ সম্পাদক আউয়াল তালুকদার, জেলা জাতীয় পার্টির সদস্য হুমায়ুন , উপজেলা যুব সংহতির সভাপতি ফারুক তালুকদার, সাধারণ সম্পাদক কায়কোবাদ মিলন,লাউহাটী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, ইউনিয়ন যুব সংহতির সভাপতি সোহেল মিয়া, সাধারণ সম্পাদক মাকসুদ, ছাত্র সমাজের ইউনিয়ন সভাপতি হাবিব মিয়া, সাধারণ সম্পাদক কাওসারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে অত্র আসনের জাতীয় পার্টির মনোনিত প্রার্থী মামুনুর রহিম সুমন সবাইকে দেশ ও জনগণের জন্য নিজেদের নিয়োজিত রাখার তাগিদ দেন। সেই সাথে পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদের আদর্শকে ধারণ করে বর্তমান চেয়ারম্যান জিএম কাদেরের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি।
Leave a Reply