প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ায় বীর মুক্তিযোদ্ধা,র সন্তান সরিষাবাড়ির গর্ব গুলশাহানা ঊর্মিকে অভিনন্দন জানিয়েছে সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাব। সরিষাবাড়ি উপজেলা প্রেস ক্লাবের সভাপতি – বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ এবং সাধারণ সম্পাদক – মোঃ আবুল হোসেন প্রেস ক্লাবের পক্ষ থেকে এ অভিনন্দন জানান। তারা গুলশাহানা ঊর্মির নতুন এ পদোন্নতিতে সরিষাবাড়িবাসী গর্বিত বলেও মন্তব্য করেন এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি ও সাফল্য কামনা করেন।
জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে ১৯ অক্টোবর বুধবার প্রেষণে গুলশাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগের আদেশ জারি করে সরকার। মন্ত্রণালয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেয়েছেন গুলশাহানা ঊর্মি। প্রসঙ্গত, জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি চর পাড়া গ্রামের অবসরপ্রাপ্ত ইউএনও বীর মুক্তিযোদ্ধা মোঃ গাজিয়ার রহমানের কৃতি সন্তান গুলশাহানা ঊর্মি। তিনি ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বিএ (সম্মান), এমএ করেছেন। গুলশাহানা ঊর্মির বাবা নিজেও বিসিএস (এডমিন) হিসেবে ১৯৭২ সাল থেকে দেশসেবায় নিযুক্ত ছিলেন। গুলশাহানা ঊর্মি বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় ছাত্র রাজনীতিতে জড়িত ছিলেন। ২০০২ সালে থেকে ২০১০ সাল পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের রোকেয়া হল শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন তিনি। ১/১১ এর সময়ে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার মুক্তি আন্দোলনে নেতৃত্বও দিয়েছেন ঊর্মি। তার স্বামী এন আই আহমেদ সৈকত একজন ব্যবসায়ী। সেইসাথে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে উপ আইসিটি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। গুলশাহানা ঊর্মি ও এন আই আহমেদ সৈকত দম্পতির দুই সন্তান- শায়ান ও সৈমী।
Leave a Reply