নিজের ব্যক্তিগত জীবন নিয়ে মানহানিকর বক্তব্য ও অপপ্রচার করায় এবার ১৩টি ফেসবুক ও ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে এবার জিডি করেছেন সময়ের সবচেয়ে আলোচিত সমালোচিত চিত্রনায়ক, ঢালিউড কিংখ্যাত শাকিব খান। বৃহস্পতিবার (২০ অক্টোবর) রাতে রাজধানীর গুলশান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। জিডিতে তদন্ত সাপেক্ষে অভিযুক্ত চ্যানেলগুলোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে অনুরোধ জানানো হয় । চিত্রনায়ক শাকিব খান ইস্যুতে বেশ কিছুদিন ধরেই সরগরম মিডিয়া পাড়া। বুবলির সাথে বিয়ে , সন্তানের ছবি প্রকাশ, পূজা চেরির সাথে নতুন সম্পর্কের গুজব এসব বিষয়ে প্রায় প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছেন শাকিব খান । আর এ বিষয়গুলোকে ইস্যু বানিয়ে নিজেদের মতো করে কনটেন্ট তৈর করছিলো কিছু ইউটিউব ও ফেসবুক চ্যানল। এতে বিরক্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারী ইউটিউব ও ফেসবুকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছিলেন ঢালিউডের এই শীর্ষ নায়ক। অবশেষে নিজের দেওয়া সেই হুমকিরই বাস্তবরূপ দিলেন তিনি। বৃহস্পতিবার রাতে শাকিব খানের পক্ষে তার প্রতিষ্ঠান এসকে ফিল্মসের ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান রাজধানীর গুলশান থানায় একটি জিডি করেছেন। জিডি নম্বর ১৩২৭। বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক তদন্ত শেখ শাহনুর রহমান। সাধারণ ডায়েরিতে মনিরুজ্জামান উল্লেখ করেছেন কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে শাকিব খানের বিরুদ্ধে বেশ কিছু স্বার্থান্বেষীমহল ষড়যন্ত্রমূলক কাজ করে আসছে। তারা শাকিব খানের পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি সাধনের উদ্দেশ্যে তার ব্যক্তিজীবনের কিছু তথ্য, স্থিরচিত্র ও ভিডিও চিত্র বিকৃত করে মিথ্যা ও বানোয়াট বক্তব্য সংযোগ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার ও প্রকাশ করছে। জিডিতে উল্লেখ করা হয় ফেসবুক ও ইউটিউবে সংঘবদ্ধ কুচক্রী মহলের বেআইনি এবং মানহানিকর কর্মতৎপরতার কারণে আমাদের প্রতিষ্ঠানের স্বত্বাধিকারীর চলচ্চিত্র পেশার ভবিষ্যৎ এবং সামাজিক অবস্থান হুমকির সম্মুখীন হয়ে পড়ছে। উক্ত ব্যঙ্গাত্মক পোস্ট ভিডিওগুলোর কারণে তার পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুমহল, চলচ্চিত্র অঙ্গন ও তার ভক্তরা নানাভাবে আক্রান্ত হচ্ছেন বলে ও জিডিতে উল্লেখ করা হয়। এ অবস্থায় বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের আবেদন জানানো হয় জিডিতে। জিডিতে যে ১৩টি ফেসবুক লিংক ও ইউটিউব প্ল্যাটফর্মের নাম উল্লেখ করা হয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো ‘বড় ভাই’, ‘পূর্ণিয়ার খোঁজ’, ‘বদ বচন ২.০’, ‘স্বপন আহমেদ’, ‘আরজে নীরব’, ‘দ্য ইয়াং ফেলো’ ‘হাসান সাইদুল’, ‘০২০ চ্যানেল’, ‘এসকে মিডিয়া’, ‘শাবিজ গ্লাম রুম’, ‘ডিজিটাল বাংলাদেশ নিউজ-ডিবিএন’। এ বিষয়ে গুলশান থানার পরিদর্শক (তদন্ত) শেখ শাহনুর রহমান বিষয়টা সাইবার অপরাধের আওতায় পড়ায় তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে জানান।
Leave a Reply