আইসিটি শিক্ষাকে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আরো বেশী কার্যকর ও ফলপ্রসূ করতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম।
উভ…
শনিবার বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার নবিয়াবাদে ‘কুমিল্লা মডেল কলেজ’ মাঠে আয়োজিত ‘শিক্ষার মান উন্নয়নে করণীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন বিশ্বের সাথে তাল মিলিয়ে বিজ্ঞান ও প্রযুক্তির ধারায় এগিয়ে যেতে আমাদের টেকনোলজিগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে মাঠ পর্যায়ে নিয়ে যেতে হবে।’ আলোচনা সভায় সভাপতিত্ত্ব করেন দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান ও কুমিল্লা মডেল কলেজের প্রতিষ্ঠতা মো. আবুল কালাম আজাদ। সঞ্চালনায় ছিলেন মো. মামুনুর রসিদ ও প্রভাষক শাহাজাদী নিলুফা গুলশান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব মো. জিল্লুর রহমান, কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নানসহ আরো অনেকে। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন, ‘কুমিল্লা মডেল কলেজের’ অধ্যক্ষ মেজর (অবঃ) নাছিরুল ইসলাম মীর, প্রধান শিক্ষক পরিমল দত্ত, আবুল মোমেন, বিষ্ণ পদ দেব, ইউপি চেয়ারম্যান মো. নুরুল ইসলাম প্রমূখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ বিভিন্ন পেশার প্রায় সহস্রাধিক লোক উপস্থিত ছিলেন। পরে অনুষ্ঠানের প্রধান অতিথি এনএম জিয়াউল আলম মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দেন ।
মোঃ নেসার উদ্দিন- দেবীদ্বার কুমিল্লা থেকে
Leave a Reply