ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর সদরপুর উপজেলায় ইলিশ মাছ ধরার সাথে জড়িত জেলে পরিবারের দিন কাটছে আর্থিক দৈন্যদশায়। কারণ সারাদেশে ৭ থেকে ২৮ অক্টোবর ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ। মা ইলিশের নিরাপদ প্রজননের স্বার্থে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইলিশ সরবরাহকারি মোট ৩৮ টি জেলার মধ্যে ১৮ টি জেলায় ইলিশ আহরণ, বিপণন, ক্রয়-বিক্রয়, পরিবহন, মজুদ ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় সদরপুর উপজেলার প্রশাসনের তরফ থেকে ব্যাপক প্রচার প্রচারণা ও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তা অব্যাহত রয়েছে। এদিকে কর্ম হারিয়ে ইলিশ মাছ ধরার সাথে জড়িত প্রায় ৬০০ জেলে পরিবার রয়েছে চরম আর্থিক সংকটে। জানা গেছে উপজেলা মৎস অধিদপ্তরের তরফ থেকে ৪৯১ টি পরিবারকে খাদ্য সহায়তা হিসেবে ২৫ কেজি করে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও চলতি অর্থবছরে ক্ষতিগ্রস্ত ৪৫ টি পরিবারের মাঝে ১ টি করে বকনা বাছুর দেওয়ার কথাও রয়েছে। উপজেলা মৎস কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান জানান, “চলতি অর্থবছরে সঠিকভাবে যাচাইয়ের মাধ্যমে আরও ২০০ জন জেলেকে আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে তালিকাভুক্ত করা হবে।” স্থানীয়দের দাবি ইলিশ ধরা নিষিদ্ধের এই সময়গুলোতে যেন সরকার অসহায় পরিবারগুলোর দিকে সুদৃষ্টি দেয়।
Leave a Reply