জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পৌরসভার ২ নং ওয়ার্ডে রোববার পুকুরের পানিতে ডুবে হাসান নামের সাড়ে চার বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে হাসানের ১৮ মাস বয়সী বোন উদার । নিহত শিশু হাসান স্থানীয় সামর্থ্যবাড়ী গ্রামের রন্জূ মিয়ার ছেলে। পরিবার ও স্থানীয় সুত্রে জানা গেছে রোববার বেলা তিনটায় রন্জূ মিয়ার দুই সন্তান সারে চার বছরের ছেলে হাসান ও ১৮ মাস বয়সী মেয়ে উদার বাড়ীর আঙ্গিনায় খেলাধুলা করছিল। হঠাৎ তাদের না দেখে রন্জূ মিয়া ছেলে মেয়ের খোঁজ করতে থাকেন। এক পর্যায়ে বাড়ীর পাশের পুকুরে গিয়ে দেখেন যে তার ১৮ মাস বয়সী মেয়ে উদার পুকুরের পানিতে ডুবে যাচ্ছে। রন্জূ মিয়া দ্রত মেয়েকে আহত অবস্থায় উদ্ধার করেন, এবং পুকুরের পানিতে ছেলে হাসানকে খুঁজতে থাকেন। একপর্যায়ে ছেলেকে নিস্তেজ অবস্থায় পুকুর থেকে উদ্ধার করে দ্রুত সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ছেলে হাসানকে মৃত ঘোষণা করেন। মেয়ে উদারকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। হৃদয়বিদারক এই ঘটনায় সামর্থ্যবাড়ি গ্রামের প্রতিটি পরিবারে নেমে এসেছে শোকের ছায়া।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ- সরিষাবাড়ি থেকে
Leave a Reply