অবশেষে জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার ৪নং আওনা ইউনিয়নের ৯নং ওয়ার্ড মেম্বার হিসেবে শপথ নিয়েছেন মোঃ আনিস । সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা তাঁর নিজ কার্যালয়ে শপথবাক্য পাঠ করান ।
সরিষাবাড়ি উপজেলার কুমারপাড়া গ্রামের বাসিন্দা মোঃ ছোবাহানের ছেলে মোঃ আনিস আইনি প্রক্রিয়া শেষে আদালত থেকে রায় নিয়ে মেম্বার হিসেবে শপথ নেন। জানা গেছে ২০২১সালে ২৬শে ডিসেম্বর অনুষ্ঠিত ৪নংআওনা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৯নং ওরার্ডের মেম্বার হিসেবে আনিস বেশি ভোট পেলেও ফলাফল কারচুপি করে আঃ সালাম কে বিজয়ি ঘোষণা করা হয়। সে প্রেক্ষিতে আনিছ ২৬ জানুয়ারী নির্বাচন আপিল ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। পরে ২৯শে মার্চ ভোট পূনগণনায় আনিস ,সালাম এর চাইতে বেশি ভোট পায় এবং বিজ্ঞ আদালত আনিছকে জয়ি ঘোষণা করেন। উক্ত রায়ের বিরুদ্ধে সালাম আপিল করলে পূর্বের রায় বহাল রাখে আদালত । পরবর্তীতে সালাম মহামান্য হাইকোর্টে রিট করলে ৮সপ্তাহের স্থগিত প্রদান করে হাইকোর্ট। আনিস ঐ স্থগিত আদেশের উপর মহামান্য সুপ্রিম কোর্টে আপিল করলে আপিল বিভাগ নিম্ন আদালতের রায়ের স্বপক্ষে রায় প্রদান করেন। সেই প্রেক্ষিতে আনিছ কে মেম্বার উল্লেখ করে গেজেট প্রকাশ করা হয়। উচ্চ আদালতের অন্য কোনো নির্দেশনা না থাকায় স্থানীয় সরকার আইন-২০০৯এর ২৮ এর (২) ধারা মোতাবেক আনিছ কে মেম্বার হিসেবে শপথবাক্য পাঠ করানো হয়েছে বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা।
ট্যাগ :
Leave a Reply