যে ব্রিটিশরা ২০০ বছর ভারতে রাজত্ব করেছে সেই ব্রিটিশদেরই রাষ্ট্রপ্রধান হলেন এক ভারতীয় বংশোদ্ভুদ। তার নাম ঋষি সুনাক। শুধু তাই নয় যুক্তরাজ্যের রাজনীতির ইতিহাসে সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীও ঋসি সুনাক। মাত্র ৪৫ দিন ক্ষমতায় থেকে ইস্তফা দেওয়া সাবেক প্রধানমন্ত্রী লিজ ট্রাসের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
ঋষি সুনাকের জন্ম ও কর্মজীবন
ঋষি সুনাক ১৯৮০ সালে সাউদাম্পটনে জন্মগ্রহণ করেন। তার বাবা মা দুজনই ভারতীয় বংশোদ্ভূত। তার দাদার পরিবার বাস করতেন ভারতের পাঞ্জাবে। সুনাকের বাবা ছিলেন একজন ডাক্তার আর মা চালাতেন একটি ফার্মেসি । ঋষি সুনাক অধ্যায়ন করেছেন উইনচেস্টার কলেজের প্রাইভেট বোর্ডিং স্কুল, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে। রাজনীতিতে আসার আগেই একজন ব্যবসায়ী হিসেবে সুপ্রতিষ্ঠিত হয়ে যান সুনাক। মাত্র বিশ বছর বয়সেই হয়ে যান মিলিনিয়ার। তিনি বিয়ে করেছেন ভারতীয় এক বিলিয়নিয়ারের মেয়ে আকশাতা মুর্তিকে। তাদের ঘরে রয়েছে দুটি কন্যা সন্তান। ঋষি সুনাকের ধর্ম পরিচয় তিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। জানা গেছে তিনি নিজ ধর্মের প্রতি খুবই শ্রদ্ধাশীল। মদ কিংবা অন্য কোনো মাদকের প্রতি তার কোনো ঝোঁক নেই। অর্থনীতিতে ক্যারিয়ার গড়া এই রাজনীতিক সবসময় নিজের ক্যারিয়ার ও স্বপ্ন নিয়েই ব্যস্ত থেকেছেন। ২০১৫ সালে ইয়র্কশায়ার থেকে নির্বাচিত হয়ে তিনি সংসদ সদস্য হন। ২০১৯ সালে সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের সময় তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন। করোনাকালীন তার নেয়া সেদেশের বেশ কিছু অর্থনৈতিক পলিসি প্রশংসিত হয়।
যেভাবে প্রধানমন্ত্রী হলেন :
লিজ ট্রাসের পদত্যাগের পর প্রধানমন্ত্রীর হওয়ার দৌড়ে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন, পেনি মর্ডান্ট ও ঋষি সুনাক । কনজারভেটিভ পার্টির নীতি অনুযায়ী পার্টির প্রধান ও প্রধানমন্ত্রী হতে হলে কমপক্ষে ১০০ টোরি এমপির সমর্থন পেতে হয়। ঋষি সুনাকের জন্য কাজটি সহজ হয়ে যায় যখন রোববার বরিস জনসন নির্বাচন থেকে সরে দাঁড়ান। তারপর সোমবার পেনি মর্ডান্টও ঋষি সুনাকের সাসথে প্রতিদ্বন্দ্বিতা করতে না চাওয়ায় প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে আর কোনো বাধা থাকে না ঋষি সুনাকের। ফলে ইতিহাস গড়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক।
Leave a Reply