সামাজিক নিরাপত্তা,জন্ম ও মৃত্য নিবন্ধন কার্যক্রম, দুর্যোগ ব্যাবস্থাপনা কার্যক্রম বিষয়ে ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, সাধারণ সদস্য ও মহিলা সদস্য এবং সচিবদের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত অবহিতকরণ কোর্স শীর্ষক ৩দিনের প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে। জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলা পরিষদ অডিটরিয়ামে জাতীয় ও স্থানীয় সরকার ইনষ্টিউট এর আয়োজনে সরিষাবাড়ী উপজেলা প্রশাসনের বাস্তবায়নে আজ মঙ্গলবার সমাপনি ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
এতে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও স্থানীয় সরকার ইনষ্টিউট ঢাকা’র উপ- পরিচালক মিজানুর রহমান উপস্থিত ছিলেন। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসা। প্রশিক্ষন কোর্সে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগন প্রশিক্ষন প্রদান করেন। প্রশিক্ষন কোর্সে উপজেলার ৮টি ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান,সদস্য ও মহিলা সদস্য এবং সচিবগণ অংশ নেন।
বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ-সরিষাবাড়ী থেকে
Leave a Reply