বাংলাদেশের বহুল প্রচারিত দৈনিক মানবকন্ঠ পত্রিকার ১০ম বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। ২৫ অক্টোবর দুপুর ১২টায় কুড়িগ্রাম জেলা প্রতিনিধি এম এস সাগর এর আয়োজনে কুড়িগ্রাম জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে এ অনুষ্ঠান সম্পন্ন হয়। এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবু মোঃ সাঈদ হাসান (লোবান), কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার, টেলিভিশন সাংবাদিক ফোরাম কুড়িগ্রামের সাধারণ সম্পাদক ও এটিএন নিউজের কুড়িগ্রাম প্রতিনিধি ইউছুফ আলমগীর, সময় টিভির কুড়িগ্রাম প্রতিনিধি বাদশা সৈকত, দীপ্ত টিভির কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ইউনুস আলী, দৈনিক প্রতিদিনের চিত্রের কুড়িগ্রাম প্রতিনিধি হরেন্দ্র নাথ বর্মনসহ আরো অনেকে। এ সময় দৈনিক মানবকন্ঠের ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম, চিলমারী প্রতিনিধি মিজানুর রহমান মিজান, রাজিবপুর প্রতিনিধি সহিজল ইসলাম (সজল), নাগেশ্বরী প্রতিনিধি জাহাঙ্গীর আলম ছাড়াও বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
আরিফুল ইসলাম আরিফ-ফুলবাড়ী,কুড়িগ্রাম থেকে
Leave a Reply