জামালপুর জেলা পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা (জামালপুর সদর ও সরিষাবাড়ী) আসনের সদস্য ফারহানা সোমাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। ২৬ অক্টোবর বুধবার বিকেলে সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবে সৌজন্য সাক্ষাৎ করতে এলে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। এসময় বাংলাদেশ আওয়ামীলীগ সরিষাবাড়ী উপজেলা শাখার সভাপতি, অপরাধী সংশোধন জামালপুর জেলা শাখার সহ সভাপতি ও সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
সংবর্ধিত অতিথি হিসেবে জামালপুর জেলা পরিষদের নব নির্বাচিত জেলা পরিষদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য ও জেলা যুব মহিলালীগের সভাপতি ফারহানা সোমা বক্তব্য রাখেন। এসময় সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সাধারন সম্পাদক আবুল হোসেনও বক্তব্য রাখেন। অনুষ্ঠানে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক তৌকির আহাম্মেদ হাসু, নির্বাহী সদস্য কামরুল ইসলাম, সোহেল রানা,সদস্য রাইসুল ইসলাম খোকন, আবু সাইদ, পৌর আওয়ামীলীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল আলীম,সদস্য হোসেন আলী,মহাদান ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক এনামুল কবীর প্রমুখ।
ছবিতে নবনির্বাচিত মহিলা সদস্য ফারহানা সোমাকে ফুলের মালা পড়িয়ে সংবর্ধনা প্রদান করছেন সরিষাবাড়ী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল আজিজ ও অন্যান্য অতিথিবৃন্দ।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরিষাবাড়ি থেকে
Leave a Reply